কক্সবাজারের উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হওয়া সহিংসতার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই উখিয়া আওয়ামী লীগের নেতা ছিলেন।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রাজাপালং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ও উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল বাহার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল্লাহ কায়ছার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসেন মানিক, উপজেলা আওয়ামী লীগ নেতা জমির আহমদ, যুবলীগ নেতা ইমাম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুর ছালাম মধু এবং ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল্লাহ আল সায়মন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর ৭ আগস্ট উখিয়া সদর-স্টেশনে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর এবং আন্দোলনে সহিংসতার অভিযোগে করা মামলায় তাদের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

সাইদুল ইসলাম ফরহাদ/এফআরএস