সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

আজ (মঙ্গলবার) সাতক্ষীরা আমলী আদালত ২-এর বিচারক মো. সালাউদ্দীন মামলাটি আমলে না নিয়ে ২০৩ ধারা মোতাবেক খারিজ করে দেন। 

সাতক্ষীরা আমলী আদালত-২ এর পেশকার রিজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিএনপি নেত্রী খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যা চেষ্টার অভিযোগে ৩০ সেপ্টেম্বর মামলাটির আবেদন করেছিলেন জেলার কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিএম আব্দুল করিম। আবেদনটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছিলেন বিচারক। 

মামলার বিবরণীতে তিনি শেখ হাসিনাকে ক্ষমতালোভী, মানবতাবিরোধী ও স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করে খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশার অভিযোগ এনেছিলেন।

ইব্রাহিম খলিল/এনএফ