কক্সবাজার টেকনাফে নাফ নদীতে কেওড়া ফল আনতে গিয়ে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে হোয়াইক্ষ্যংয়ের নাফ নদী সংলগ্ন লাল চর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওমর ফারুক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ার মো. ইলিয়াসের ছেলে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকাল ১০টার দিকে অবৈধভাবে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেন ফারুক। কেওড়া ফল আনতে সেখানে যায় তিনি। সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, মিয়ানমারের জলসীমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে  ওমর ফারুক নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাকে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাইদুল ইসলাম ফরহাদ/আরএআর