পাহাড় কন্যা বান্দরবানে পর্যটন শিল্পের বিকাশ ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের কাজ করছে বান্দরবান জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় জেলার অন্যতম পর্যটন কেন্দ্র প্রান্তিক লেকে অ্যাডভেঞ্চার ট্রি-টপ ও জিপ-লাইন ট্রলি, কিডস জোন সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় অবস্থিত প্রান্তিক লেকে নতুন সংযুক্ত এসব ইভেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ্ মুজাহিদ উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মঞ্জুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা এনডিসি, আসিফ রায়হানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় জেলা প্রশাসক শাহ্ মুজাহিদ উদ্দিন বলেন, পার্বত্য বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে বিমোহিত করে। জেলার এই পর্যটন কেন্দ্রে ডে ইভেন্টের জন্য যদি বড় কোনো পিকনিক দল এখানে আসে সে ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে তারা সারাদিন পিকনিক স্পষ্ট হিসেবে এটি ব্যবহার করতে পারবে। এ ছাড়া পিকনিকে আগতদের রান্নাবান্না থেকে শুরু করে তাদের কোনো প্রোগ্রাম থাকলে তাও করতে পারবে, সেভাবেই মঞ্চ তৈরি করা হয়েছে।

এসময় প্রান্তিক লেক বান্দরবানের পর্যটন শিল্পকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।

দেখা গেছে, পর্যটন কেন্দ্রে ভ্রমণপিপাসুদের সুবিধার্থে নেপাল থেকে আমদানি করা অ্যাডভেঞ্চার ট্রি-টপ, জিপ-লাইন ট্রলি (জিপলাইনার) এবং শিশুদের জন্য কিডস কর্নার পর্যটন কেন্দ্রের শোভা বৃদ্ধি করেছে। সংশ্লিষ্টদের ধারণা, প্রকৃতির নির্মল প্রশান্তির বাতাস, হরেক রকমের পাখির কলতানে প্রাণ জুড়িয়ে যাবে এই পর্যটন কেন্দ্রে বেড়াতে আশা দর্শনার্থীদের।

 মো. শহীদুল ইসলাম/এসএসএইচ