লালমনিরহাটে অভিযান চালিয়ে ৬৬ লাখ টাকার দামের ৫টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী দরবার হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার অনন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, সোনা চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ১৫ বিজিবির গঙ্গারহাট ক্যাম্পের সদস্যরা সীমান্তের ৯৩৭ নং মূল সীমানা পিলারের অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাকে ধাওয়া করে বিজিবি। পরে তার দেহ তল্লাশি করে ৫টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন সাড়ে ৪৮ ভরি। বাজার মূল্য ৬৬ লাখ সাতাত্তর হাজার টাকা। জব্দ সোনাগুলো ট্রেজারি অফিসে জমা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে তিনি জানান।

লালমনিরহাট ১৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী বলেন, সীমান্তে সবসময় আমাদের বিজিবি সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। তাই সীমান্তে আগের থেকে চোরাচালান অনেকটাই কমেছে।

নিয়াজ আহমেদ সিপন/জেডএস