অবৈধ জাল অপসারণে নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নোয়াখালীর সদর উপজেলায় দেশিয় মাছ রক্ষায় ও জলাবদ্ধতা নিরসনে অবৈধ জাল ধ্বংস ও উন্মুক্ত খালে স্থাপিত অবৈধ স্থাপনা অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খানের নেতৃত্বে নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন খালে জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে ভেসাল জাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আরও পড়ুন
এতে ২৩ টির মতো ভেসাল জাল ধ্বংস ও ২৫টি স্থাপিত স্থায়ী স্থাপনা অপসারণ করা হয়। ভাটিরটেক বাজারে ২টি দোকানে প্রায় ৭ কেজি কারেন্ট জাল জব্দ করা হয় এবং পোড়ানো হয়। এসময় ৪টি পৃথক মামলায় ৪ জনকে ৯ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড করা হয়। এসময় সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডলসহ মৎস্য বিভাগের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অবৈধ কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয়। আটককৃতদের ৯ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়। আর কারেন্ট জালগুলো উপজেলা চত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
হাসিব আল আমিন/এমএসএ