কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৫ ডেঙ্গুরোগী হাসপাতালে
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেই সাতজন ভর্তি হয়েছেন। বাকিরা জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
কার্যালয়টি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।
এদের মধ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কার্যালয়টি আরও জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে গত ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ৪০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় পাঁচজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার ঢাকা পোস্টকে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। সঠিক চিকিৎসা পেলে ডেঙ্গু থেকে সুস্থ হওয়া যায়। কেউ যেন জ্বর হলে বা ডেঙ্গুর কোনো উপসর্গ দেখে সামান্যও হেলা না করে, আমরা সেই পরামর্শ দিচ্ছি সবাইকে।
আরিফ আজগর/কেএ