করোনার উপসর্গ নিয়ে রাজশাহীতে দুইজনের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজন মারা গেছেন। বুধবার (১২ মে) দিবাগত রাতে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন ।
বিজ্ঞাপন
তিনি জানান, গত রাতে রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। তারা হাসপাতালের ২৯ ওয়ার্ডে ভর্তি ছিলেন। পরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা প্রতিবেদন পেলে তা নিশ্চিত হওয়া যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে তাদের মরদেহ দাফনে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, বর্তমানে রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২৭ জন ভর্তি রয়েছেন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫১ জন। আইসিইউতে ভর্তি আছেন আরও ছয়জন।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর