চুয়াডাঙ্গায় ছিনতাইকারীর কবলে পড়ে স্বর্ণের দুল খোয়ালেন রোগী
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন সাবিনা খাতুন নামের এক মধ্যবয়সী নারী।
রোববার (২৯ সেপ্টেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার পাশে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী নারী সাবিনা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামের বাসিন্দা।
সাবিনা খাতুন অভিযোগ করে ঢাকা পোস্টকে বলেন, কোমর ব্যথা নিয়ে সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলাম। এসময় একজন নারী আমাকে হাসপাতালের পুরোনো ভবনে নিয়ে যান। এরপর বিভিন্ন কথা বলে আমাকে নিয়ে আসেন চুয়াডাঙ্গা পৌরসভার পাশে। সেখানে গিয়ে বিভিন্ন প্রলোভন দেখায়। এরমধ্যে কখন কৌশলে আমার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেন এই নারী আমি বুঝতেই পারিনি। পরে আমি জ্ঞান হারানোর অবস্থা হলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
আরও পড়ুন
হাসপাতাল চত্বরে কাঁদতে কাঁদতে সাবিনা খাতুন ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামী তিন বছর আগে মারা গেছেন। একা একা এসেছিলাম চিকিৎসা নিতে। এই অবস্থার বাড়িতে গেলে আমার পুত্রবধূ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী ঢাকা পোস্টকে বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আফজালুল হক/পিএইচ