নোয়াখালীর সদর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি শটগানসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পূর্ব চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা মো. সহিদ (৪৩), জামাল (৪৩), জাবেদ (২৮) ও রিয়াদ (২৮) ।

জানা গেছে, পূর্ব চরমটুয়া ইউনিয়নের মো. আবদুস সহিদ নামের এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এ ছাড়াও তিনি বিভিন্ন মাদকদ্রব্যের পাইকারি বিক্রেতা। এমন খবর প্রচার হলে এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেয়।

এরপর খবর পেয়ে ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন ইফতেখার আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি পিকআপ এবং পুলিশের একটি পিকআপ নিয়ে যৌথ অভিযানে যায়। সে সময় একটি শটগানসহ তাদেরকে আটক করা হয়।

নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃত চারজনকে অস্ত্রসহ সুধারাম থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ক্রেতা-বিক্রেতা ও সন্ত্রাসীদের আটক অভিযান অব্যাহত থাকবে।

হাসিব আল আমিন/এএমকে