নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি রিসোর্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উত্তর জামায়াতের সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, জামায়াতে ইসলামীর কর্মীদের মানোন্নয়নের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় ক্ষেত্রে পবিত্র কোরআনকে সম্পূর্ণভাবে পালন করতে হবে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এতে দারসুল কোরআন পেশ করেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আশরাফুল ইসলাম।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আবু জাফর আতাউল্লাহ, মাওলানা খোরশেদ আলম, মাওলানা আমির হোসেন।

এতে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উত্তর জামায়াতের সেক্রেটারি ডা. গিয়াসউদ্দিন ফরাজী, মাওলানা নাজমুল ইসলাম পাটোয়ারী, মাওলানা আমির হোসেন, মাওলানা আবু বকর সিদ্দিক, জামপুর ইউনিয়ন সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন সভাপতি মজিবুর রহমান, সাদিপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আজিজুল হক, নোয়াগাও ইউনিয়ন সভাপতি মাওলানা ইব্রাহিম হাসান, কাচঁপুর উত্তর সভাপতি মাসুদ ইসলাম, কাচঁপুর দক্ষিণ সভাপতি নাঈম ইসলাম।

এসএসএইচ