বাগেরহাটে নানা আয়োজনে পর্যটন দিবস পালিত
বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক বুলবুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেরুল রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, ষাটগম্বুজ ও সুন্দরবন বাগেরহাট জেলায় অবস্থিত। এ জেলা একটি পর্যটন সম্ভাবনাময় জেলা। পর্যটন খাতকে এগিয়ে নিতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
শোভাযাত্রায় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
শেখ আবু তালেব/পিএইচ