পঞ্চগড়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের আয়োজনে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মতবিনিময় করেন তিনি।

সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, চোরাচালান, মাদক, জুয়া, অবৈধ যানবাহন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি, তথ্য প্রাপ্তিতে পুলিশের সহযোগিতাসহ পুলিশের সঙ্গে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি দ্রুত সময়ে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ, সার্বিক বিষয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। একইসঙ্গে সাংবাদিকদের কাছে তথ্য চেয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) কনক কুমার দাস, পঞ্চগড় সদর সার্কেল আমিরুল্লাহ, ডি আই ও-১ ডিএসবি মো. মোক্তারুল ইসলাম, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর চন্দন কুমার, সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, সাংবাদিকদের মধ্যে পঞ্চগড় প্রেস ক্লাবের আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার, চ্যানেল টুয়েন্টি ফোরের হোসেন রায়হান, একাত্তর টিভির রফিকুল ইসলাম, দেশ টিভির রাশেদুজ্জামান বাবু, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজাসহ প্রায় ৪০ জন সাংবাদিক।

এসকে দোয়েল/এএমকে