দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ পূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে রাজবাড়ী জেলা পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন এমন মন্তব্য করেন। তিনি বলেন, জেলায় এ বছর ৪৪৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে থাকবেন ছয়জন আনসার সদস্য। সাধারণ পূজামণ্ডপে নিয়োজিত থাকবেন চারজন আনসার সদস্য।

‘পুলিশের টহল টিম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে থাকবে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা কাজ করবেন। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের গোয়েন্দা সংস্থা তথ্য সরবরাহের কাজ করবে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করবে। এ ছাড়া জেলা পুলিশের সিনিয়র অফিসার যারা আছেন তারাও সার্বক্ষণিক পূজামণ্ডপগুলো পরিদর্শনে যাবেন। তারা সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর রাখবেন।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামানসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

মীর সামসুজ্জামান সৌরভ/