সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ২৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেন পৌর এলাকার কাজীপাড়ার বাসিন্দা মো. শিহাব উদ্দিন চৌধুরী।

আদালতে মামলাটিকে নথিভুক্ত করতে সদর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

 মামলার আসামিরা হলেন, আশুগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আসিফ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. আবু সাঈদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ডিউক চৌধুরী, সদস্য হাসান সারোয়ার, ঠিকাদার হিরো মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, নাটাই দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কদর আলম সিদ্দিকী, সদর উপজেলার যুবলীগের সভাপতি আলী আজম, নাটাই উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েদ প্রমুখ। 

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ১ থেকে ৫ নং আসামির নির্দেশের অন্যান্য আসামিরা কয়েকজন সাক্ষীর ওপর হামলা করেন। এতে তারা আহত হন। এছাড়া আসামিরা ব্যাংক এশিয়া, জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়, নন্দিতা কালার ল্যাবসহ বিভিন্ন স্থাপনায় পেট্রল বোমা ও ককটেল মেরে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি করেন।  

মাজহারুল করিম অভি/এসকেডি