কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। ক্যাম্প পরিদর্শনের সময় জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপদেষ্টা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আসেন। ফারুক-ই-আজম ক্যাম্পে পৌঁছে হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ  পরিচালিত হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন। এ সময় ওই হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গাদের চিকিৎসা সেবা নিয়ে মতবিনিময় করেন এবং হাসপাতালের সুযোগ-সুবিধা দেখেন। তিনি রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল জানান, উপদেষ্টা মহোদয় ক্যাম্প পরিদর্শন করেছেন। পাশাপাশি তিনি রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন।

পরে ক্যাম্প পরিদর্শন শেষে উপদেষ্টা ফারুক-ই-আজম সাংবাদিকদের জানান, নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকটের চাপ আরও বাড়ছে। আমরা চাই রোহিঙ্গারা সম্মানের সঙ্গে কালই নিজ দেশে চলে যাক।

সাইদুল ফরহাদ/জেডএস