শেরপুরে রাস্তা পারাপারের সময় ট্রলির চাপায় প্রাণ গেল বৃদ্ধের
শেরপুরের নকলায় ট্রলির চাপায় হাজর উদ্দীন (৮০) নামের এক বৃদ্ধ নিহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গনপদ্দি ইউনিয়নের কৈয়ারবাজারে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
তিনি গনপদ্দি এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে।
স্থানীয়সূত্র জানায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর২০২৪) সন্ধ্যায় হাজর উদ্দিন গনপদ্দি ইউনিয়নের কৈয়ারবাজারে রাস্তা পারাপারের সময় ট্রলি চাপা দিলে তিনি আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় হাজর উদ্দিনকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২০ মিনিটের দিকে মারা যান।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুনুর রশিদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
ঘাতক ট্রলিটি স্থানীয়রা আটক করেছেন বলে জানা গেছে।
নাইমুর রহমান/এমএসএ