ফরিদপুরে সাবেক স্বামীর হাতে বর্তমান স্বামী খুন
ফরিদপুরের ভাঙ্গায় এক নারীর সাবেক স্বামী রমজান মাতুব্বরের হাতে তার বর্তমান স্বামী আকবর খরাতি (৫৫) খুন হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ভাঙ্গা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের খারাকান্দি মহল্লার আসমা আক্তার (৪৪) নামে ওই নারীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আকবর খয়রাতি বাড়ি ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার বাসিন্দা। তার স্ত্রী ও বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি খারাকান্দি মহল্লার বাসিন্দা ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান মাতুব্বর আকবর খয়রাতিকে প্রথমে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। রোববার বিকেল ৪টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকবর খরাতি মারা যান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা পৌরসভার খারাকান্দি মহল্লার আব্দুল হাইয়ের মেয়ে আসমা আক্তারের ২৩ বছর আগে একই মহল্লার রমজান মাতুব্বরের সঙ্গে বিয়ে হয়। ৮ বছর সংসার করেন এ দম্পতি। এ সময় তাদের একটি পুত্র সন্তান হয়। এরপর গত ১৫ বছর আগে আসমা আক্তার আগের স্বামী রমজানকে তালাক দিয়ে পাশের হাজরাহাটি মহল্লার বাসিন্দা আকবরকে বিয়ে করে বাবার বাড়িতে বাস করছিলেন। আকবর শ্বশুরবাড়ির পাশেই মুদি দোকান করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আইয়ুব আলী বলেন, আসমার আগের স্বামী রোববার দুপুর ১টার দিকে তার বর্তমান স্বামীর মুদি দোকানে এসে আকবরকে হাতুড়ি দিয়ে পিটায়। একপর্যায়ে কুপিয়ে জখম করে চলে যায়। গুরুতর আহত আকবরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর বঙ্গবকন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়। আসমা আক্তারের আগের পক্ষের এক ছেলে ও পরের পক্ষের এক মেয়ে সন্তান রয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আক্তার হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় আকবরকে এ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওই ব্যক্তির বাম কানসহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন ছিল। আমরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জহির হোসেন/আরকে