হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় সড়ক থেকে একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ সার্কেল কার্যালয়ের সংলগ্ন দক্ষিণ-পূর্ব দিকের দেওয়াল সংলগ্ন এলাকা থেকে শটগানটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, শনিবার সকালে হবিগঞ্জ সার্কেল অফিসের পরিচ্ছন্ন কর্মী শিপন রবিদাস অফিসের আশপাশ এলাকা ঝাড়ু দেওয়ার সময় শটগানটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে শিপন অফিসের লোকজনদের জানালে তারা হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলমকে জানান। পরে এস আই মো. খোরশেদ আলম সেখান থেকে শটগানটি জব্দ করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. নূরে আলম বলেন, পরিত্যক্ত অবস্থায় শটগানটি পাওয়া গেছে। এটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে। অস্ত্রটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে, এটি পুলিশের খোয়া যাওয়া নাকি অবৈধ অস্ত্র। 

মোহাম্মদ সিজিল মিয়া/এমএসএ