নারায়ণগঞ্জ থে‌কে চু‌রি যাওয়া ট্রাকভর্তি রড টাঙ্গাইলের ভূঞাপুর থে‌কে উদ্ধার করেছে পু‌লিশ। এ খবর পে‌য়ে পা‌লি‌য়ে‌ছেন চু‌রির রড কেনা ডিলার স্থানীয় আ.লীগ নেতা আব্দুল ক‌রিম।

বৃহস্প‌তিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ‌্যায় ভুঞাপুর উপ‌জেলার নিকরাইল ইউনিয়‌নের সিরাজকা‌ন্দি বাজা‌রের মেসার্স করিম এন্টারপ্রাইজের গোডাউন থে‌কে ট্রাক‌ভর্তি রড উদ্ধার করা হয়।

জানা যায়, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নারায়ণগ‌ঞ্জের সোনারগাঁও এলাকার সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস (মদনপুর ইউনিট) থেকে ট্রাকভর্তি ২০ টন রড নিয়ে চালক মো. হাসান (২৭) কেরাণীগঞ্জের হাসানাবাদ ট্রেডার্সের উদ্দেশে রওনা হন। এরপর আর ওই ট্রাক ও চালককে পাওয়া যায়নি। পরে ওইদিন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করে প্রতিষ্ঠানটি।


সালাম স্টিল মিলসের জেনারেল ম্যানেজার শফিকুল আলম পলাশ বলেন, বুধবার রাতে মিল থেকে ২০ টন রড নিয়ে একটি ট্রাক বের হয়ে যায়। পরবর্তী সময়ে চালক, ট্রাক ও রডের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে থানায় একটি অভিযোগ করি। বৃহস্পতিবার ওই ট্রাকে থাকা একজন হেলপার অফিসে এসে জানান যে, রডগুলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি বাজার এলাকায় একটি দোকানে রাখা হয়েছে। ট্রাকটিও সেখানে আছে। আমরা থানা পুলিশের সহায়তায় সেখানে যাই এবং ট্রাক ও রডগুলো উদ্ধার করি। খবর পে‌য়ে ডিলার ক‌রিম পা‌লি‌য়ে যান। 

সোনারগাঁও থানার এসআই সাদ্দাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করি। গোপন সংবা‌দে জান‌তে পা‌রি ট্রাকভর্তি রড কোথায় রয়েছে। চোরচক্রের মূলহোতা মেসার্স করিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দ‌ুল করিমের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২০ টন রড জব্দ করা হয়। এ ঘটনায় করিম পলাতক রয়েছেন। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

অভিজিৎ ঘোষ/কেএ