বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন, সুযোগসন্ধানী আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। এখন আওয়ামী লীগের অনেক নেতা আমাদের ঘাড়ে বসে ব্যবসা-বাণিজ্য করবে। আমাদের সাহায্য চাইবে। আপন হয়ে যাবে। আপনারা সাবধান থাকবেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুশফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল। ২০২৪-এ আবার স্বাধীন হয়েছে। এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি। বাইরে থেকে লোক এলে দলে নিতে হবে। তবে তার আগে পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে। তার ঈমান ঠিক আছে কি না দেখতে হবে। থাকবে নাকি আবার চলে যাবে বুঝতে হবে। 

আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা খন্দকার মো. বিল্লাল হোসেন। মো. শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন নাসিরুল্লাহ খান জুনায়েদ, সৈয়দ শাহ আমান উল্লাহ আমান, আবুল মুনসুর মিশন প্রমুখ।

প্রধান অতিথি বন্যার্তদের হাতে বালিশ ও তোষক তুলে দেন। মোট ১৫০ জন বন্যার্তের মাঝে এসব উপহার তুলে দেওয়া হয়।

মাজহারুল করিম অভি/আরএআর