নাটোরের বড়াইগ্রামে আতিকুর রহমান নামে বিএনপির এক কর্মীকে অপহরণ ও গুমের অভিযোগে নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আতিকুর রহমানের মা শেফালী খাতুন বড়াইগ্রাম আমলি আদালতে মামলাটি করেন।

শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক তৌহিদুর রহমান সুমন অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের জন্য বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

অন্য মামলার আসামিদের মধ্যে রয়েছেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন পরিদর্শক সাইদুর রহমান, উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান ও সাজ্জাদ হোসেন। 

বাদির আইনজীবী নজরুল ইসলাম জানান, ২০১৭ সালের ১ জানুয়ারি তৎকালীন ডিবির ইন্সপেক্টর সাইদুর রহমান সৈকত, এসআই মশিউর রহমান ও এসআই সাজ্জাদসহ অন্য পুলিশ সদস্যরা বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের বিএনপি কর্মী আতিকুর রহমানের বাসায় গিয়ে তাকে তুলে নিয়ে যান। এরপর থেকে আজ পর্যন্ত আতিকের কোনো সন্ধান পায়নি পরিবার। আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের জন্য বড়াইগ্রাম থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। 

আসামিরা ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত থাকায় বাদী এতদিন মামলা করতে পারেননি বলেও জানান এই আইনজীবী।

গোলাম রাব্বানী/কেএ