টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহ ও গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল সিলেট মহানগরীতে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দমকা হাওয়াসহ বৃষ্টি হয় সিলেট শহরে।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সিলেটে বৃহস্পতিবার বিকেল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সিলেটের মানুষ বৃষ্টি পছন্দ করে। গত কয়েকদিনের লোডশেডিং ও তীব্র তাপপ্রবাহে অনেকেই বৃষ্টির প্রত্যাশা করছিল। অবশেষে সেই স্বস্তির বৃষ্টির পানি সিলেট মহানগরীতে পড়েছে। রাস্তাঘাট ভিজেছে। এটি আমাদের জন্য অনেকটা স্বস্তির।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ওমর তালুকদার ঢাকা পোস্টকে বলেন, এই কয়েকদিন সিলেটের আবহাওয়া একটু গরম ছিল। গতকাল (মঙ্গলবার) বিকেল ৩টা পর্যন্ত সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সেটি আজ (বৃহস্পতিবার)  বিকেল ৩টায় ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এটিই এই বছর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা। স্বাভাবিকভাবেই আজকের তাপমাত্রা বেশি থাকায় তীব্র গরম ছিল। এরমধ্যে বিকেল সাড়ে ৩টা থেকে বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়। এটি অনেকটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

মাসুদ আহমদ রনি/এএমকে