হত্যা চেষ্টা, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ভোলা-২ আসন (দৌলতখান-বোরহানউদ্দিন) এর সদ্য সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভোলার বোরহানউদ্দিনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক সাইফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন বোরহানউদ্দিন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান। মামলাটি ডিবিকে তদন্তের আদেশ দেন বিচারক। 

ঢাকা পোস্টকে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট আলমগীর নবীন।

সাবেক এমপি মুকুল ছাড়াও এ মামলার অন্যান্য আসামিরা হলেন ইবনে মাসুদ সোহাগ, সবুজ গোলদার, হুমায়ুন গোলদার, নুরনবী, নুরউদ্দিন ফরাজিসহ অজ্ঞাত আরও ৫ জন।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, আসামিরা এলাকার নিরীহ মানুষের কাছে চাঁদা দাবি করা, চাঁদা না পেলে জমি-জমা, দোকান-পাট, ঘর দখল ও মারপিট করতো।

মামলার বাদী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় ভোলা-২ আসন (দৌলতখান- বোরহানউদ্দিন) এর সাবেক এমপি আলী আজম মুকুলের হুকুমে অন্যান্য আসামিরা তাকে বিভিন্ন সময় পথেঘাটে মারধরসহ হুমকি প্রদান করতো। 

এজাহারে বলা যায়, আসামিরা বাদীকে মারধর করার পর সাবেক এমপি মুকুলের নির্দেশে মামলার অন্যান্য আসামিরা আহসানের কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে ৫ ঘণ্টা পর স্থানীয় ব্যবসায়ী ও মামলার সাক্ষীরা বাদীকে উদ্ধার করে। 

এমএসএ