বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। বিগত সরকারের মতো কারচুপির নির্বাচন আর হবে না। এজন্য যারা জনপ্রতিনিধি হতে চান তাদের এলাকার মানুষের কল্যাণে কাজ করতে হবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তালা সরকারি কলেজে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, চাঁদাবাজি ও লুটপাটের সঙ্গে যারা জড়িত তারা কখনো বিএনপির কর্মী হতে পারে না। বিএনপির কোনো নেতাকর্মী সালিশ বিচার করতে পারবে না। জমি দখল, ঘের দখল, সাধারণ মানুষের ওপর হয়রানি করা যাবে না। যারা বিগত দিনে আমাদের হয়রানি করেছে তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে তবে তাদের অপদস্থ করা যাবে না।

সাবেক এমপি বলেন, শারদীয় দুর্গা উৎসবে পূজা-অর্চনায় নিয়ে ষড়যন্ত্র হতে পারে। বিএনপির নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে প্রতিটি মন্দির কমিটি করে তাদের ধর্মপালনে সাধারণের সহযোগিতা করতে হবে।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা তারিকুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোন্তফা, মো. জিল্লুর রহমান, মোহাব্বত হোসেন, রাশিদুল হক রাজু প্রমুখ।

ইব্রাহিম খলিল/জেডএস