কক্সবাজার সমুদ্র সৈকতে নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার ফারুকুল ইসলামের (২২) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রী জ্ঞান তঞ্চঙ্গ্যা এ আদেশ দেন। কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম জিলানী বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম জিলানী বলেন, সমুদ্র সৈকতে নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলার কালুর দোকান এলাকার একটি স্থান থেকে ওই যুবককে আটক করে পুলিশ। পরে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আজ বিজ্ঞ বিচারক এ আদেশ দেন। 

গ্রেপ্তার ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বড় হাতিয়ার বাসিন্দা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় অভিযুক্ত ফারুকুল ইসলাম ও মো. নয়ন রুদ্রসহ (২৫) ৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। ফারুকুল ইসলামকে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তোলা হয়। এ সময় পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে। তার শুনানি হয়েছে আজ।

সাইদুল ফরহাদ/আরএআর