শেরপুরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় সুফিয়া (৪০) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পলিটেকনিক এলাকার জোড়া পাম্পের সামনে ঢাকা শেরপুর হাইওয়েতে ওই ঘটনা ঘটে।

নিহত সুফিয়া বেগম শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লিনার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার জোড়া পাম্পে সামনে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে  বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় সোনার বাংলা পরিবহনের একটি বাসের ধাক্কায় সুফিয়া বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর সদর  হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এবং শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ফোর্স পাঠিয়েছি। অভিযোগ পাওয়ার ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নাইমুর রহমান তালুকদার/পিএইচ