বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, দেশের সকল মসজিদ ও মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর ইতিকথা কমিউনিটি সেন্টারে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনার শাসনামলে আলেম-ওলামা, বিডিআর এবং ছাত্র-জনতার ওপর হত্যাকাণ্ড চালানো হয়েছে। গুম, নিপীড়ন এবং মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। তাদের প্রত্যেককে অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এ ছাড়া গণহত্যাকারী ও ফ্যাসিস্ট হাসিনার হত্যাকাণ্ড ও জুলুম-নির্যাতনকে যারা সমর্থন দিয়েছিল তাদেরকেও প্রমাণসাপেক্ষে বিচারের মুখোমুখি করতে হবে।

নেজামে ইসলাম পার্টির ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা আয়োজিত ‘রাসূল সা. এর আদর্শে গণ-আকাঙ্ক্ষার ঐক্য : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন দলের জেলা আমির হাফেজ মাওলানা আজিজুল হক।

এ সময় জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী শরীফুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন মহানগর আমির ড. উমর ফারুক।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও ঢাকা মহানগরীর আমির অধ্যক্ষ আবু তাহের খান। এ সময় তিনি বলেন, রাসূল সা. এর আদর্শই একমাত্র কল্যাণ ও বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। এর কোনো বিকল্প নেই, যা সারা বিশ্বে আজ প্রমাণিত।

সেমিনারে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল মালেক, জেলা নায়েবে আমির মাসুম বিল্লাহ আনুয়ারী, ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলার সংগ্রামী সভাপতি মুফতি মুহিবুল্লাহ, মুফতি আব্দুল মালেক, মুফতি নুরুজ্জামান, খেলাফত মজলিশ, ময়মনসিংহ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের আহমাদ, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা মানাজির আহসান খান তাবসীর, মুফতি ওয়ালী উল্লাহ, মাওলানা শেখ ফিরোজ, মাওলানা এহছানুল হক আব্দুল্লাপুরী প্রমুখ।

মো. আমান উল্লাহ আকন্দ/এমজেইউ