হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
বিজ্ঞাপন
তিনি জানান, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষ্যে সোমবার সকাল থেকে ভারতের সঙ্গে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্ধ আছে বন্দরের সব কার্যক্রম। তবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামাল বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
ইমরান আলী সোহাগ/জেডএস