রংপুরে হেফাজতের গণসমাবেশে আসা মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
হেফাজতে ইসলাম বাংলাদেশের রংপুরের বিভাগীয় গণসমাবেশে এসে রাকিবুল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সমাবেশস্থলের পাশে শহীদ মিনারের পার্শ্ববর্তী দেয়াল ভেঙে চাপা পড়েন ওই মাদ্রাসা শিক্ষার্থী। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের ইসলামের নেতা ক্বারী আতাউল হক।
বিজ্ঞাপন
নিহত রাকিবুল ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শিবটারী এলাকার জামতলা মাদ্রাসার হেফজ বিভাগের একজন ছাত্র।
বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
আরও পড়ুন
আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেদী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশির উল্লাহ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুম্মাপাড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ ইদ্রিস আলী।
প্রসঙ্গত, ২০১৩ সালে শাপলা চত্বরের গণহত্যা, ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি রক্ষার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুরের আয়োজনে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরহাদুজ্জামান ফারুক/পিএইচ