লক্ষ্মীপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মল ইন্দু সরকারকে অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। 

আজ (বৃহস্পতিবার) সকালে ক্লাস বর্জন করে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধনে বক্তব্য রাখেন— শিক্ষক আমির হোসেন, আব্দুর সাত্তার শামীম, সনজিত কুমার চৌধুরী, মল্লিকা সাহা, শিক্ষার্থী আতিয়া আনজুম নিহা ও রাশেদ হোসেন প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মল ইন্দু সরকার যোগদানের পর থেকে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি করে আসছেন। 

২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষের অপসারণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় মানববন্ধন থেকে।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক সনজিত কুমার রায় চৌধুরী জানান, অধ্যক্ষকে আজকের মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দেওয়া হয়েছে। তিনি এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটির বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক-শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের বিষয়টি জানা নেই।

হাসান মাহমুদ শাকিল/এনএফ