বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেছেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের উৎখাত করা। ফ্যাসিস্টের কোনো দোসরের জায়গা এই বাংলাদেশে হবে না। 

আজ (বুধবার) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

হাসিব আল ইসলাম বলেন, আমরা চাচ্ছি গোটা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নয়। সেইভাবে আমাদের কাজ করে যেতে হবে। 

আন্দোলনের সেই দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, আমাদের হাতে অস্ত্র ছিল না, গুলি ছিল না। আমাদের কাছে ছিল স্লোগান, আর বুক ভরা সাহস। তারা গুলি করেছে আমরা বুক পেতে দিয়েছি। এর মধ্যেই কিন্তু খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ছাত্রজনতা এক থাকলে দেশের যে কোনো সংকট মোকাবিলা সম্ভব।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব। এতে বক্তব্য রাখেন— আশরাফুল আলম আলী, মোছাম্মৎ ছারা প্রমুখ। উপস্থিত ছিলেন— শাবিপ্রবির সমন্বয়ক লিপটন আলী, আদনান খান, হাফিজুল ইসলাম, সহ-সমন্বয়ক আমিরুল ইসলাম জীবন, আলী আব্বাস শাহীন, দেলোয়ার হোসাইন, জান্নাত তাবাসসুম, মোহাম্মদ শাকিল। 

এনএফ