পিরোজপুরের কাউখালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে হামলাকারীদের বিচারসহ এতে নিহত ও আহতদের আজীবন ভাতার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কাউখালি উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। এসময় আন্দোলনে আহত কাউখালীর সন্তান আলীর সুচিকিৎসার দাবি জানানো হয়।

কাউখালী বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক হাফিজুর বলেন, এ আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ আহত ও নিহত হয়েছেন। সে সময় কাউখালীর সন্তান আলীসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। মানববন্ধনে আমরা প্রত্যেক আহত ও নিহতদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও তাদের আজীবন ভাতাসহ ছাত্র আন্দোলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আরেক সমন্বয়ক মেহেদী বলেন, আন্দোলনে নিহতদের পাশাপাশি আমাদের অনেক ভাই বোনেরা আহত হয়েছেন। অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। অনেকে এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা তাদের পক্ষে এ দাবি আদায়ে মানববন্ধন করছি।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় কাউখালি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

শাফিউল মিল্লাত/এফআরএস