২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা মেরে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৫ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন আবুল খায়ের নামে এক বাসের মালিক। বাদীপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হককে। এছাড়া পুলিশের তৎকালীন মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ এবং কুমিল্লার তৎকালীন পুলিশ সুপারসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। 

মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহন এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৪০৪৮) পেট্রলবোমা মারে দুর্বৃত্তরা। এতে বাসে থাকা ৮ যাত্রীর মৃত্যু হয়। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় পরদিন বাসের চালক, সহযোগী এবং স্থানীয় লোকজনের মাধ্যমে বাদী জানতে পারেন যে  চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদের মদদে আওয়ামী লীগ, যুবলীগ  ও ছাত্রলীগের নেতারা বাদীর ওই বাসটি পুড়িয়েছেন।

মামলায় আরও অভিযোগ করা হয়, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের মদদে পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা এ ঘটনা সংগঠিত করে উল্টো তৎকালীন বিরোধী দলের শীর্ষ নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। 

আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি আমলে নিতে চৌদ্দগ্রাম থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। 

এর আগে একই ঘটনায় আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতের নায়েবে আমির চৌদ্দগ্রামের সাবেক সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, রুহুল কবির রিজভী ও সালাহউদ্দিন আহমেদকে হুকুমের আসামি করে মামলা করা হয়। সে মামলায় ১১২ জনের নাম উল্লেখসহ ১৪২ জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

আরিফ আজগর/আরএআর