চিকিৎসকদের মারধরের প্রতিবাদ
কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি, শত শত রোগীর দুর্ভোগ
কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসকদের মারধরের ঘটনায় হাসপাতালটির জরুরি বিভাগ, বহির্বিভাগসহ সব ওয়ার্ড থেকে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন তারা। এতে দুর্ভোগে পড়েন হাসপাতালের শত শত রোগী।
এদিকে বিষয়টি সমাধানের জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের পরিচালক সব বিভাগের প্রধানসহ চিকিৎসকদের সঙ্গে মিটিংয়ে বসেছেন।
বিজ্ঞাপন
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, গতকাল রাত ১২টার দিকে এক রোগীর মৃত্যু হয়। তবে রোগীর স্বজনরা অবহেলার অভিযোগ এনে চিকিৎসক ও ওয়ার্ড বয়দের মারধর করেন। এর প্রতিবাদে চিকিৎসক ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তবে আমরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছি।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী মানিক বলেন, আমার বাবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। হাসপাতালে নিলে জরুরি বিভাগে কোনো চিকিৎসক পাইনি। এখন কি করবো বুঝতে পারছি না।
ইরফান নামে আরেক রোগীর স্বজন বলেন, আমার স্ত্রীর আজ সকালে ডেলিভারি হাওয়ার কথা। কিন্তু এখানে চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেছেন। আমার স্ত্রীর পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমার স্ত্রীর কিছু হলে সব দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে।
এ বিষয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন, আমরা আন্দোলনকারীদের সঙ্গে সমাধানের জন্য আলোচনা করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে সব কার্যক্রম চালু হবে।
সাইদুল ফরহাদ/এফআরএস