ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বুধবার (২১ আগস্ট) ভোর থেকে এ যানজট শুরু হয়।

জানা যায়, বুধবার ভোরে মহাসড়কের কুমিল্লা শহীদ নগর এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। যানবাহনের চাপ থাকায় স্বল্প সময়ের মধ্যে গজারিয়ার ১৩ কিলোমিটার অংশে যানজট ছড়িয়ে পড়ে। তবে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও ঢাকাগামী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কুমিল্লামুখী একটি পরিবহনের বাসচালক সাইফুল ইসলাম বলেন, প্রায় এক ঘণ্টা ধরে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছি। বাস একটুও সামনে এগোচ্ছে না। কি কারণে এই যানজট সৃষ্টি হয়েছে তা বলতে পারছি না। 

ভবেরচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল বলেন, কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও ঢাকাগামী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা যানজটমুক্ত করতে চেষ্টা করছি।

ব.ম শামীম/জেডএস