বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
কিশোরগঞ্জে সাবেক দুই এমপিসহ ৯০ জনের নামে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে হামলা, মারপিট, হত্যাচেষ্টার অভিযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমানকে প্রধান আসামি ও সাবেক দুই সংসদ সদস্যসহ ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ উত্তরপাড়া গ্রামের বাসিন্দা গুলিবিদ্ধ শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবী মো. সুজন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিজ্ঞাপন
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় আসামিরা আগ্নেয়াস্ত্র ,বিস্ফোরক, লাঠিসোঁটাসহ আওয়ামী লীগের সমর্থনে মিছিল বের করে। এ সময় আসামিরা ছাত্র-জনতার মিছিলে হামলা করে মারপিট, হত্যাচেষ্টা ও গুলি ছুড়ে সহিংসতা চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন বাদী মো. সুজন মিয়া।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক এমপি রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেজো ছেলে যুবলীগ নেতা রাসেল আহমেদ তুহিন, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন আল মাসুদ খানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯০ নেতাকর্মীর নামোল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এএমকে