ঝিনাইদহ আদালতে জিপি, পিপি, এপিপি, এজিপি নিয়োগে আওয়ামী লীগ সমর্থকদের প্রাধান্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ জেলা আইনজীবী ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এতে ফোরামের সভাপতি দবির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম মশিয়ুর রহমান, যুগ্ম আহ্বায়ক এস এম রিয়াজুল ইসলাম, মাকসুদ আহমেদ রাজীবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহ আদালতে জিপি, পিপি, এপিপি, এজিপি নিয়োগে অনিয়ম করে আওয়ামী লীগ সমর্থকদের নিয়োগ দেওয়া হচ্ছে। 

আব্দুল্লাহ আল মামুন/এনএফ