শেরপুরের শ্রীবরদীতে মসজিদের চাঁদা নিয়ে মারপিটে শ্রমিক দল নেতা লিটন মিয়ার পর তার বড় ভাই শিক্ষক শরিফুল ইসলামও মারা গেছেন। ঘটনার ১৫ দিন পর আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, স্থানীয় একটি মসজিদের চাঁদা নিয়ে বিরোধের জের ধরে গত ২৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে মালাকোচা গ্রামে প্রতিপক্ষ আলতাফ হোসেন শিরা ও তার লোকজনের হামলায় রানীশিমুল ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি লিটন মিয়া নিহত হন। হামলায় আহত হন তার দুই ভাই শফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম।  

ঘটনার পর গা ঢাকা দেয় হামলাকারীরা। এ ঘটনায় নিহত লিটনের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ২৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়।  

মো. নাইমুর রহমান তালুকদার/এনএফ