বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, শেখ হাসিনা দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিলেন । ১৫ বছর ধরে আওয়ামী লীগের অত্যাচার-গুম-খুনে সহায়তা করেছে ভারত। তাদের অত্যাচার-নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। একেকজন নেতাকর্মীর নামে শত শত মিথ্যা মামলা দিয়েছেন। 

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা স্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভা ও বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বেগম সেলিমা রহমান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ডম্বুর বাঁধ ছেড়ে দিয়ে আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ অনেক জেলাকে ভাসিয়ে দিয়েছে। বন্যার পানিতে ডুবে কষ্ট পেয়েছে আমাদের দেশের মানুষ। এই স্বৈরাচার আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এ দেশের ছাত্র-জনতা।  নেপথ্যে বিএনপির নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন। এখন সময় এসেছে, ধানের শীষকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, ছয় হাজার কিলোমিটার দূর থেকে তারেক রহমান প্রতি মুহূর্তে বন্যার্ত মানুষের সব খবর রাখেন। তার ডাকে বিএনপির নেতাকর্মীরা সর্বশক্তি দিয়ে বন্যার্ত মানুষকে সহযোগিতা করেছেন। এমন দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকবে। 

এ সময় আরও বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন।

হাজী ইয়াছিন বলেন, ৫ আগস্টের পর বাতাসে অক্সিজেনের পরিমাণ বেড়েছে। এখন আমরা বুক ভরে নিশ্বাস নিতে পারি। এই বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সন্তান হাজি জসিম উদ্দিন বন্যার্ত মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আগামী দিনে জাতীয় নির্বাচনে তাকেই আপনাদের প্রতিনিধি হিসেবে বিজয়ী করবেন। 

এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর সম্পাদক শিরিন সুলতানা,  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিলকিস আক্তার, সাবেরা আলাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন জসিম, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর,  মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা যুবদলের আহ্বায়কসহ অন্যান্য নেতাকর্মীরা। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান প্রমুখ। 

জনসভা শেষে অতিথিরা বন্যার্ত ২০০ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এবং তাদের ঘরবাড়ি পুনর্গঠনে সহযোগিতার আশ্বাস দেন।

আরিফ আজগর/এএমকে