দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, পুনর্বাসনের জন্য ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি হবে। এ কমিটিতে বিভিন্ন পর্যায়ের লোক থাকবেন। সকলের সমন্বয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই।

শনিবার (৭ সেপ্টেম্বর) মৌলভীবাজারের নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

এসময় উপদেষ্টা মনুনদীর বাঁধে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। তিনি তাদের কথা শোনেন ও পুনর্বাসনের আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী ও রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামছুদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা মৌলভীবাজার সার্কিট হাউজে জেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

এদিকে এবারের বন্যায় জেলার রাজনগর উপজেলায় বিভিন্ন খাতে ২১০ কোটি ৪৫ লাখ ৭ হাজার ৩৪৯ টাকার ক্ষতি হয়েছে।

আশরাফ আলী/এসএসএইচ