গেল কয়েকদিনের টানা চাপ থাকার পর যাত্রীশূন্য এখন পাটুরিয়া ফেরি ঘাট। এরই মধ্যে বাড়ছে ফেরি চলাচলের সংখ্যাও। সোমবার বিকেল পৌনে ৫টা থেকে সবগুলো ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এতে করে নিমিষেই যাত্রীশূন্য হয়ে যায় পাটুরিয়া ফেরি ঘাট। 

সরেজমিনে পাটুরিয়া ফেরি ঘাট এলাকার তিন নম্বর ঘাট পন্টুনে তিনটি রো রো ফেরি যাত্রী ও যানবাহনের অপেক্ষায় দেখা যায়। পণ্য বোঝাই ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী নৌরুট পারাপার হতে শুরু করে। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ফেরি পারাপারের সুযোগ পাওয়ায় খুশি সাধারণ পণ্যবাহী ট্রাক চালকরা।

এসব বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, সংশ্লিষ্ট মহলের নির্দেশনা অনুযায়ী বিকেল থেকে সবগুলো ফেরি চলাচল শুরু করে। এতে করে যাত্রীশূন্য হয়ে যায় পাটুরিয়া ফেরি ঘাট এলাকা।

যাত্রী ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ না থাকায় এখন পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি। 

সোহেল হোসেন/এমএএস