ফেনীর পরশুরামে ড্রেনের ওপর দিয়ে হাঁটাচলাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে মোহাম্মদ গিয়াস উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া উপজেলা পরিষদের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার জাফর আহম্মেদ (৫৫) ও আবুল হাশেম (৫৩)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাড়ির সামনে পৌরসভার ড্রেনের ওপর দিয়ে হাঁটাকে কেন্দ্র করে এছাক মিয়ার সঙ্গে মাছ ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিনের ঝগড়া হয়। একপর্যায়ে এছাক মিয়া ও তার সহযোগীরা গিয়াস উদ্দিনকে বাসা থেকে টেনে রাস্তায় নিয়ে পিটিয়ে ও গলা টিপে শ্বাসরোধ করেন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক গিয়াস উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গিয়াস উদ্দিন ওই ড্রেনের ওপর দিয়ে হেঁটে বাড়ি যাতায়াত করতেন। কিন্তু এছাক মিয়া জায়গাটি নিজের বলে দাবি করেন। এটি নিয়েই তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়।

ঘটনার দিন রাতেই নিহত গিয়াস উদ্দিনের ছেলে মো. মানিক মিয়া বাদী হয়ে পরশুরাম মডেল থানায় চারজনের নামে একটি হত্যা মামলা করেন। মামলায় অন্য আসামিরা হলেন- মো. এছাক মিয়া (৪৫) এবং মর্তুজা হোসেন আজিম (৩৫)।

এ ব্যাপারে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। নিহত গিয়াস উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তারেক চৌধুরী/এফআরএস