পিরোজপুরের নাজিরপুরের ১০ বছর আগের অগ্নিসংযোগের ঘটনায় ১০১ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খানসহ ৫১ জনের নামে এবং ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সোমবার (০২ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের ছিদ্দিক শেখের ছেলে মো. আনিস শেখ বাদী হয়ে নাজিরপুর থানায় মামলাটি করেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- সদ্য বিলুপ্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস ও শাখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার জেরে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রাত পৌনে ১টার দিকে ভুক্তভোগী ছিদ্দিক শেখের ঘরে আগুন দেন অভিযুক্তরা। এ সময় নগদসহ ৮ লাখ ৩৫ হাজার টাকার মালামাল লুট করে নেওয়া হয়। এছাড়া ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ সময় ভুক্তভোগীরা মামলা করতে চাইলেও তখন আওয়ামী লীগ সরকারের প্রভাবে তিনি মামলা করতে পারেননি।

নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, মামলাটি তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে।

শাফিউল মিল্লাত/এফআরএস