ফাইল ফটো

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সজিব হোসেন নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় আহত অবস্থায় নেচার আহমেদ নামে একজনকে উদ্ধার করা হয়। 

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ড  সিনিয়র ইনচার্জ জয়নাল আবেদীন ভুট্টু।

তিনি বলেন, ঢাকা মিরপুর থেকে আগত পর্যটক  বন্ধুরা মিলে সৈকতে  গোসল করতে নামেন। বন্ধুদের মধ্যে নিখোঁজ সজিব সাঁতার জানতো না। গোসলের এক পর্যায়ে  স্রোতের টানে নিখোঁজ হন সজিব। সজিবকে উদ্ধার করতে গিয়ে নেচার আহমেদ নামে একজন আহত হন। তাকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। 

আহত নেচার আহমেদ বলেন, আমরা বন্ধুরা মিলে গোসল করতে যায়। সজিব এবং আমি একদম পাশাপাশি ছিলাম। একটি বড় ঢেউ আঁচড়ে পড়লে সজীব আমার হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ। আমি হাত দিয়ে কূলে থাকা মানুষদের ইশারা করলেও কেউ সাড়া দেন নাই।

সাইদুল ফরহাদ কক্সবাজার/এএমকে