পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি অতিরিক্ত বৃদ্ধির ফলে এবার কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে চার ফুট করে পানি ছাড়া হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে এই পরিমাণ পানি ছাড়া হয়েছে বলে জানান কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর রয়েছে ১০৮.৭৪ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় সকালে সাড়ে তিন ফুট করে গেইট খুলে দেওয়া হয়েছিল। এতে প্রতি সেকেন্ডে পানি নিষ্কাশন হচ্ছিল ৬৮ হাজার কিউসেক। কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৪ ফুট করে খোলা হয়েছে। 

তিনি বলেন, ৪ ফুট করে পানি ছেড়ে দেওয়ায় কর্ণফুলী নদীতে তীব্র স্রোত দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। কর্ণফুলী নদীর পাড়ে বসবাসরত বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। 

উল্লেখ্য, বিদ্যুতকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

মিশু মল্লিক/এমজে