বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের আজীবন বাসভাড়া ফ্রি
বরিশালের রূপাতলী বাস টার্মিনালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের এক দিন দিন পর শিক্ষার্থীদের বাসভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আজীবন বিনা ভাড়া আর সাধারণ শিক্ষার্থীরা ৫০ শতাংশ ভাড়ায় বরিশাল-পটুয়াখালী রুটে চলাচল করতে পারবেন। শর্ত হচ্ছে বাসে আরোহণের সময়ে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বাস টার্মিনাল এলাকায় মহানগর বিএনপির সদস্যসচিব ও বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে সন্ত্রাস ও নাশকতাবিরোধী মিছিল শেষে এই ঘোষণা দেন।
বিজ্ঞাপন
জিয়া উদ্দিন সিকদার বলেন, বিগত ১৫ বছর যারা বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করেছেন, তারা একচেটিয়া চাঁদাবাজি করে এই খাতের সুনাম নষ্ট করেছেন। আগে আমরা যে টাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদা দিতাম, সেই অর্থ এখন থেকে আমরা দেশ বিনির্মাণে ব্যয় করবো। আন্দোলনে যেসব ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন, তাদের জন্য আজীবন আমাদের বাসগুলো ফ্রি সার্ভিস দেবে। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে, আমরা সেখানকার কর্তৃপক্ষ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগ করবো। তারা আমাদের তালিকা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে আমাদের রুটগুলোতে শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফ করা হয়েছে।
জিয়া উদ্দিন সিকদার তার বক্তব্যে বাস টার্মিনাল এলাকাকে চাঁদাবাজিমুক্ত রাখার আহ্বান জানান।
এ সময় তার সঙ্গে শ্রমিক ইউনিয়নের নেতা দাবি করা কালাম চৌধুরী, আব্দুর রাজ্জাক, বাস মালিক সমিতির সদস্য ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে রূপাতলী বাস টার্মিনাল এলাকায় থ্রি-হুইলার চালকদের ওপর বাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা হামলা চালান। তাতে ১২ জন আহত হন বলে জানিয়েছেন ২৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব মোল্লা।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বিএনপির এক নেতার অনুসারী পরিচয় দিয়ে সাধারণ থ্রি-হুইলার চালকদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। আমি চাঁদা দিতে নিষেধ করি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ কোথাও কোন চাঁদাবাজি চলতে দেওয়া যাবে না। কিন্তু সিএনজি, মাহিন্দ্রা চালকরা চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শ্রমিক ইউনিয়ন দখলে নেওয়া কালাম, রাজ্জাকের নেতৃত্বে হামলা চালানো হয়।
বাস মালিক সমিতির সদস্য ও ২৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আকতারুজ্জামান দোলন জানান, শ্রমিক ইউনিয়নের নেতা পরিচয় দিয়ে কালাম, রাজ্জাকসহ একটি সিন্ডিকেট চাঁদাবাজি করছে। এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হওয়া উচিত।
রূপাতলীর মাহিন্দ্রাচালক মনির হোসেন বলেন, কালাম, রাজ্জাক আমাদেরকে এসে বলে আগে আওয়ামী লীগকে চাঁদা দিয়েছো, এখন জিয়া সিকদার দায়িত্ব নিয়েছে। তার নেতৃত্বে বাস টার্মিনাল চলবে। তোমরা টাকা না দিলে সংগঠন চলবে কীভাবে?
উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের মোট ২২টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সদস্যরা। এসব রুটে তিন শতাধিক বাস চলাচল করে।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ