বন্যাদুর্গতদের পুনর্বাসন কার্যক্রম দ্রুতই হবে : উপদেষ্টা সাখাওয়াত
বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, একটি বিশেষ মুহূর্তে এই সরকার দায়িত্ব নিয়েছে। বন্যায় যে ক্ষতি হয়েছে, এর পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে। যেহেতু এখন রাজনৈতিক সরকার নেই সেহেতু বন্যাদুর্গতদের পুনর্বাসন কার্যক্রম দ্রুতই হবে।
শনিবার (৩১ আগস্ট) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে জরুরি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান কর্মসূচির পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিগ্রেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, বন্যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ক্ষতির পরিমাণ দেখে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। এবার রাজনৈতিক আবহ না থাকায় ক্ষতিগ্রস্তরা তাদের প্রাপ্য পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে, দুপুরে চৌদ্দগ্রামের শ্রীপুরে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ পরিদর্শনকালে বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, বন্যা-পরবর্তী সময়ে চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়ায়। গ্রাম পর্যায়ে এই রোগগুলোর জন্য প্রয়োজনীয় ওষুধ অনেক সময় পাওয়া যায় না। এ পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকাগুলোতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা বেগমসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরিফ আজগর/এএমকে