বাংলাবান্ধা স্থলবন্দর

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম ১২ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (০৯ মে) সন্ধ্যায় পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান,পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ভারতের ফুলবাড়ি ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আগামীকাল ১০ মে (সোমবার) থেকে আগামী ২১ মে (শুক্রবার) পর্যন্ত মোট ১২ দিন ভারত, নেপাল ও ভুটান থেকে পাথরসহ সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ মে থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালুসহ তিন দেশের সঙ্গে  আমদানি-রফতানি চালু হবে। 

এদিকে বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বাংলাবান্ধা স্থলবন্দর ১২ দিন বন্ধ থাকবে। আগামী ২২ মে যথারীতি বন্দরে আমদানি-রফতানি চালু হবে। 

রনি মিয়াজী/আরএআর