নাটোরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, মোটরসাইকেলে আগুন
নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মৌখাড়া বাজারে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বড়াইগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার জানান, বুধবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত মৌখাড়া বাজারে অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা কার্যালয়ের ভেতরে থাকা একটি মোটরসাইকেল বাইরে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। স্থানীয় মুদি দোকানদার বিষয়টি বিএনপির নেতাকর্মীদের জানালে তারা অফিসে পৌঁছাতেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপির এই নেতা।
এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
গোলাম রাব্বানী/আরএআর